ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন নিলয়-শখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বিয়ে করলেন নিলয়-শখ নিলয় ও শখ

বিনোদন অঙ্গনে বছরের প্রথম বিয়ের সানাই বাজলো। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় ও শখ।

এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফল সমাপ্তি হলো। পারিবারিকভাবেই এক হলো দু’জনের চার হাত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ১১টায় রাজধানীর গেন্ডারিয়ায় শখের বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে ছিলেন দুই পরিবারের লোকজন। আর ছিলেন নিলয়ের বন্ধু সোহান খান ও কবির তিথি।

বিয়ে করে ফেললেন? নিমন্ত্রণ জানানো ছাড়াই? বাংলানিউজকে নিলয়ের উত্তর- ‘হঠাৎ সিদ্ধান্ত! সব আনুষ্ঠানিকতা শেষে শখকে উত্তরায় আমার বাসায় নিয়ে এসেছি।  আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’

নিলয় ও শখ ছোটপর্দার পাশাপাশি একটি চলচ্চিত্রেও একসঙ্গে কাজ করেছেন। সানিয়াত পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি মুক্তি পায় গত বছর। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। পরে তা রূপ নেয় প্রেমে। মাঝে দু’জনের মধ্যে ক্ষণিকের দূরত্ব তৈরি হলেও ভালোবাসার টানে তারা আবার মিলেছেন একই মোহনায়। এবার থাকবেন দু’জনে একই ছাদের নিচে।

নিলয় জানালেন, আপাতত মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না তাদের। এখন হাতে অনেক কাজ। ব্যস্ততা কমলে শখকে নিয়ে এ বিষয়ক পরিকল্পনা করবেন।

বাংলাদেশ সময় : ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।