ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আদি’র প্রথম ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
‘আদি’র প্রথম ঝলক

‘একটি দেয়াল। কাঁটাতারের মাঝে শক্ত দেয়াল।

এ পাশে বন্দি জীবন। আর ওপাশে মুক্তি। ’ তানিম রহমান অংশু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আদি’র প্রথম ঝলকে (ফার্স্ট লুক) এই ভয়েস ওভারই বলে দেয় এর পরতে পরতে আছে অ্যাকশন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এটি এসেছে ইউটিউব ও ফেসবুকে।

ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। প্রথম ঝলকে সুঠাম দেহের এই চিত্রনায়ক তলোয়ার হাতে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে হাজির হয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন শায়লা সাবি। ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে লাগছে দারুণ ঝলমলে।

শতাব্দী ওয়াদুদ আছেন খলচরিত্রে। এ ছাড়াও আছেন তাসকিন রহমান ও তারিফ রহমান। ‘আদি’ প্রযোজনা করেছে সংগীতশিল্পী অদিত। তার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। গান লিখেছেন আসিফ ইকবাল ও আবদার রহমান। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড এফ গোমেজ।

* ‘আদি’র ফার্স্ট লুক :


বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।