ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পিপল’স চয়েস অ্যাওয়ার্ড জিতলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পিপল’স চয়েস অ্যাওয়ার্ড জিতলেন যারা

হলিউডে পুরস্কার মৌসুম শুরু হলো। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হলো পিপল’স চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

গত বছরের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনে সেরাদের স্বীকৃতি দেওয়া হলো দর্শক ভোটে। ‍যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মাইক্রোসফট থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। চলুন দেখে নিই বিজয়ী তালিকা।
 
চলচ্চিত্র বিভাগে দর্শকপ্রিয়
ছবি: ফিউরিয়াস সেভেন
অভিনেতা: চেনিং টেটাম
অভিনেত্রী: স্যান্ড্রা বুলক
অ্যাকশন ছবি: ফিউরিয়াস সেভেন
অ্যাকশন অভিনেতা: ক্রিস হেমসওয়ার্থ
অ্যাকশন অভিনেত্রী: শেইলিন উডলি
অ্যানিমেটেড ছবির কণ্ঠশিল্পী: সেলেনা গোমেজ
কমেডি ছবি: পিচ পারফেক্ট টু
কমেডি অভিনেতা: কেভিন হার্ট
কমেডি অভিনেত্রী: মেলিসা ম্যাককার্থি
ড্রামাটিক ছবি: দ্য মার্শিয়ান
ড্রামাটিক অভিনেতা: জনি ডেপ
ড্রামাটিক অভিনেত্রী: ড্যাকোটা জনসন
পারিবারিক ছবি: মিনিয়ন্স
থ্রিলারধর্মী ছবি: টেকেন থ্রি
 
সংগীত বিভাগে দর্শকপ্রিয়
গায়ক: এড শিরান
গায়িকা: টেলর সুইফট
ব্যান্ড: ফিফথ হারমোনি
কান্ট্রি গায়ক: ব্লেক শেলটন
কান্ট্রি গায়িকা: ক্যারি আন্ডারউড
কান্ট্রি ব্যান্ড: লেডি অ্যান্টিবেলাম
পপ শিল্পী: টেলর সুইফট
হিপ-হপ শিল্পী: নিকি মিনাজ
রিদমঅ্যান্ডব্লুজ শিল্পী: দ্য উইকেন্ড
উঠতি শিল্পী: শন মেন্ডেস
অ্যালবাম: টাইটেল (মেগান ট্রেইনর)
গান: হোয়াট ডু ইউ মিন? (জাস্টিন বিবার)
সংগীত আইকন: ম্যাডোনা
 
টেলিভিশন বিভাগে দর্শকপ্রিয়
টিভি শো: দ্য বিগ ব্যাং থিওরি
নেটওয়ার্ক টিভি কমেডি: দ্য বিগ ব্যাং থিওরি
নেটওয়ার্ক কমেডি অভিনেতা: জিম পারসনস
নেটওয়ার্ক টিভি ড্রামা: গ্রে’স অ্যানাটমি
নেটওয়ার্ক কমেডি অভিনেত্রী: মেলিসা ম্যাককার্থি
নেটওয়ার্ক ড্রামাটিক অভিনেতা: টেলর কিনি
নেটওয়ার্ক ড্রামাটিক অভিনেত্রী: এলেন পম্পিও
ক্যাবল টিভি কমেডি: ইট’স অলওয়েজ সানি ইন ফিলাডেলফিয়া
ক্যাবল টিভি ড্রামা: প্রিটি লিটল লায়ারস
ক্যাবল টিভি অভিনেতা: কেভিন হার্ট
ক্যাবল টিভি অভিনেত্রী: সাশা আলেক্সান্ডার
প্রিমিয়াম ক্যাবল টিভি শো: হোমল্যান্ড
প্রিমিয়াম ক্যাবল টিভি অভিনেতা: ডোয়ায়েন জনসন
প্রিমিয়াম ক্যাবল টিভি অভিনেত্রী: ক্রিস্টেন বেল
টিভি ক্রাইম ড্রামা: পারসন অব ইন্টারেস্ট
টিভি ক্রাইম অভিনেতা: নাথান ফিলিয়ন
টিভি ক্রাইম অভিনেত্রী: স্টানা ক্যাটিক
নেটওয়ার্ক সাই-ফাই/ফ্যান্টাসি টিভি শো: বিউটি অ্যান্ড দ্য বিস্ট
ক্যাবল সাই-ফাই/ফ্যান্টাসি টিভি শো: আউটল্যান্ডার
সাই-ফাই/ফ্যান্টাসি টিভি অভিনেতা: জেনসেন অ্যাকেলস
সাই-ফাই/ফ্যান্টাসি টিভি অভিনেত্রী: কেইট্রিওনা ব্যালফি
প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠান: দ্য ভয়েস
ডেটাইম টিভি উপস্থাপক: এলেন ডিজেনারেস
ডেটাইম টিভি উপস্থাপনা দল: দ্য টক
লেটনাইট টক শো উপস্থাপক: জিমি ফ্যালন
স্ট্রিমিং সিরিজ: অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক
অভিনেতা (নতুন টিভি সিরিজ): জন স্ট্যামস
অভিনেত্রী (নতুন টিভি সিরিজ): প্রিয়াঙ্কা চোপড়া
অ্যানিমেটেড টিভি শো: দ্য সিম্পসনস
 
অন্যান্য বিভাগে দর্শকপ্রিয়
সামাজিক যোগাযোগ মাধ্যমের সেলেব্রিটি: ব্রিটনি স্পিয়ার্স
সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা: ম্যাট বেল্লাসাই
মোবাইল গেম: ক্যান্ডি ক্রাশ সাগা
ভিডিও গেম: সুপার স্ম্যাশ ব্রাদার্স
ইউটিউব তারকা: কনোর ফ্র্যান্টা
জনদরদি: এলেন ডিজেনারেস
দ্য ডেইলিমেইল.কম সিরিয়াসলি পপুলার অ্যাওয়ার্ড: ম্যাডি জিগলার
 
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।