ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একফ্রেমে ঐশ্বরিয়া-ক্যাটরিনা-সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
একফ্রেমে ঐশ্বরিয়া-ক্যাটরিনা-সোনম ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর

স্বপ্ন সত্যি হলো! বলিউডের তিন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর একসঙ্গে পর্দায় এলেন। না, কোনো ছবিতে নয়, কসমেটিক ও চুলের প্রসাধনী সামগ্রী লরিয়াল প্যারিসের একটি বিজ্ঞাপনচিত্রে তিন সুন্দরীকে একফ্রেমে পাওয়া গেলো।

পণ্যটির সঙ্গে তিনজনই চুক্তিবদ্ধ।

কয়েক মাস আগে একই ব্র্যান্ডের প্রিন্ট বিজ্ঞাপনে দেখা গেছে ঐশ্বরিয়া ও সোনমকে। তবে এবারই প্রথম তিন ঝলমলে তারকা পর্দা ভাগাভাগি করলেন। এরই মধ্যে পণ্যটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল পেজে একটি বিজ্ঞাপনচিত্রর ভিডিও ছেড়েছে।

এ তিন তারকার একসঙ্গে হওয়া নিয়ে মাতামাতি হচ্ছে দর্শকদের মধ্যে। ভক্তদের চাওয়া, ভবিষ্যতে রূপালি পর্দার জন্যও হাত মেলাবেন তারা। সেদিন হয়তো বেশিদূরে নয়!

* লরিয়াল প্যারিসের নতুন বিজ্ঞাপনচিত্র:


বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।