ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিশার বস অলিক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
তিশার বস অলিক!

সবাই জেনে ফেলেছেন এরই মধ্যে, ‘মেন্টাল’-এ তিশা হাজির হচ্ছেন সাংবাদিক চরিত্রে। দুর্ধর্ষ টিভি সাংবাদিক।

যে চ্যানেলে চাকরি তার, সেখানকার ‘বস’, মানে তিশারও বস- এস এ হক অলিক। নির্মাতা হিসেবেই পরিচিত হলেও তিনি অভিনয়ও করেন। টিভি নাটকে করেন মাঝে মধ্যে, ‘মেন্টাল’-এও করলেন।

পান থেকে চুনটা খসলেই তিশাকে কী অলিক ঝাড়ি দিচ্ছেন ছবিতে? যেহেতু বস বলে কথা! সেটা হওয়াই তো স্বাভাবিক নিয়ম। তবে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি জানালেন উল্টো কথা। ছবিজুড়ে নাকি অলিক-তিশার কেবলই রসিকতা! বলছেন তিনি, ‘দু’জনের মধ্যে রসে ভরা কথার ঝুড়ি। ’ ব্যাপারটা মন্দ নয়!

‘মেন্টাল’-এর দৃশ্যধারণ শেষ। এবার সেন্সর বোর্ড পেরোনোর পালা। তারপরই মুক্তির প্রসঙ্গ। এ ছবিটি দিয়েই ‘বাণিজ্যিক চলচ্চিত্র’ বলে যে অলিখিত ধারা রয়েছে, সেখানে পা রেখেছেন তিশা। ফলে দর্শকের বাড়তি আগ্রহ তো রয়েছেই। আগ্রহের কারণ শাকিব খানের সঙ্গে তার জুটি বাঁধা নিয়েও। পরিচালক জানান, এখন ছবির ডাবিং এবং সম্পাদনা চলছে সমানতালে।

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।