ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক গানে দুই জীবন্ত কিংবদন্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এক গানে দুই জীবন্ত কিংবদন্তি

সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন দেশীয় ছবির গানে দুই জীবন্ত কিংবদন্তি। তাদের কণ্ঠের জাদুতে সংগীত পিপাসু মানুষের বেড়ে ওঠা।

বহু বছর পর এই দুই শিল্পী একসঙ্গে গাইলেন। এটি তৈরি হয়েছে ‘অনেক দামে কেনা’ ছবির জন্য।

গানটির কথা, সুর ও সংগীত শফিক তুহিনের। এর কথা এমন- ‘আমি আজন্ম শুধু দৃষ্টিহীন রয়ে যেতে চাই/যদি দৃষ্টির সামনে চিরদিন তোমাকে না পাই, দেখো তুমি নদীজল রোদেলা আকাশ/অনুভবে ছুঁয়ে যেও সজল বাতাস, পথের ধূলোর মাঝে খুঁজে দেখো, সেখানেই পাবে গো আমায়/এই দৃষ্টির সামনে চিরদিন চাইগো তোমায়। ’

রোববার (১০ জানুয়ারি) দুপুরে গানটির রেকর্ডিং হয়েছে। শফিক তুহিন বাংলানিউজকে বললেন, ‘এ দুই কিংবদন্তির সঙ্গে কাজ করার সৌভাগ্য হওয়ায় খুব ভালো লাগছে। এমন দু’জন শিল্পীকে নিয়ে একই গানে কাজ করাটা স্বপ্নের মতো। গানটার জন্য তারা আমাকে আশীর্বাদ ও প্রশংসা করলেন। ’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন বাপ্পি, মাহিয়া মাহি ও ডিপজল।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।