ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হিম শীতে হঠাৎ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
হিম শীতে হঠাৎ অপু বিশ্বাস

হিমশীতল আবহাওয়া। শীতকাল বলে কথা।

কিন্তু রোববার (১০ জানুয়ারি) এফডিসির ৯ নম্বর ফ্লোরে হঠাৎই যেন তৈরি হয়ে গেলো উষ্ণতা! অপু বিশ্বাসের মতো তারকা এলে এমন হওয়ারই কথা। কিন্তু তিনি তো হরহামেশাই এফডিসিতে আসেন-যান। এ আর এমন কি!
 
এখানে অপু সাধারণত ছবির কাজে আসেন। তবে এদিন এসেছিলেন টিভি অনুষ্ঠানের দৃশ্যধারণে অংশ নিতে। মাছরাঙা টেলিভিশনের ‘রূপ কথা’র একটি পর্বের দামি অতিথি তিনি। এটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।
 
শীতকাল, তাই অপু বিশ্বাসের সাজগোজে এসেছে পরিবর্তন। লাল রঙা বুট। সঙ্গে টি-শার্টের ওপর লেদারের জ্যাকেট ও কালো জিন্স। চুলগুলো দু’পাশের কাঁধ বেয়ে নেমে এসেছে। এ অনুষ্ঠানে তিনি নিজের রূপচর্চা নিয়েই কথা বলেছেন।
 
‘রূপ কথা’র প্রযোজক ফয়েজ রেজা বাংলানিউজকে জানালেন, এ আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা অংশ নিয়ে থাকেন। তবে অপু বিশ্বাসকে পেয়ে তারা আনন্দিত। শিগগিরই এ পর্বটি প্রচার হবে।

এদিকে অপু এখন বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে রয়েছে ‘সম্রাট’, ‘পাঙ্কু জামাই’ প্রভৃতি।
 
বাংলাদেশ সময় : ০৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।