ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাপন আবার ঢাকায়, থাকছেন অর্ণবও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পাপন আবার ঢাকায়, থাকছেন অর্ণবও পাপন ও অর্ণব

ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক পাপন প্রথম বাংলাদেশে এসেছিলেন গত বছর। ১২ নভেম্বর ফোক ফেস্টের প্রথমদিন গান গাইতে উঠেছিলেন আর্মি স্টেডিয়ামের মঞ্চে।

মাতিয়েও গিয়েছিলেন। সেই পাপন আবার আসছেন ঢাকায়। সঙ্গে তার ব্যান্ড পাপন অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কম্পানি। এবার পাপন আসছেন সিগনাল ইভেন্টসের আমন্ত্রণে।

প্রতিষ্ঠানটি পাপনকে নিয়ে আয়োজন করছে কনসার্ট ‘এথনিসিটি’। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে ২৫ ফেব্রুয়ারি এ কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিগনাল ইভেন্টসের সিইও মাসুদুল ইসলাম জিসান।

অর্ণবও গাইবেন এ কনসার্টে, তার সঙ্গেও থাকবে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস- এটি আরেকটি বড় চমক। অর্ণব ও পাপন- এ দুই মিউজিক্যাল ক্রেজের কারণে কনসার্টটি দারুণ জমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। টিকিট পাওয়া যাবে তিনটি ক্যাটাগরিতে- গোল্ড (২০০০ টাকা), গ্যালারি (২৫০০ টাকা) এবং প্লাটিনাম (৩০০০ টাকা)।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।