ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন দুই নায়িকাকে নিয়ে নিরবের ‘গেম টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
নতুন দুই নায়িকাকে নিয়ে নিরবের ‘গেম টু’ (বাঁ থেকে) পিজে হেলেন, নিরব ও লাবণ্য

গত বছরের ২ জানুয়ারি মুক্তি পেয়েছিলো রয়েল অনিক পরিচালিত ‘গেম’। এবার তৈরি হচ্ছে এর নতুন কিস্তি।

নাম ‘গেম টু’। এবারের ছবিরও নায়ক নিরব। আগের ছবিতে ছিলেন অমৃতা খান। এবার তিনি নেই। নতুনটিতে থাকছেন পিজে হেলেন ও লাবণ্য। বড় পর্দায় দু’জনেরই অভিষেক হচ্ছে এ ছবির মাধ্যমে।

অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘গেম টু’। এতে পেশাদার খুনীর ভূমিকায় দেখা যাবে নিরবকে। তাকে একটি মেয়েকে মারার কাজ দেওয়া হয়। কিন্তু তিনি উল্টো তার প্রেমে পড়ে যাবেন। নিরব বাংলানিউজকে বললেন, ‘এবারের পর্ব নিয়ে আমি আশাবাদী। যে দুই নতুন নায়িকা আমার সঙ্গে থাকছেন, তাদেরকে সম্ভাবনাময়ী মনে হচ্ছে। বাকিটা দেখা যাক। ’

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত টানা দৃশ্যধারণের পরিকল্পনা করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে হবে কাজ। প্রযোজনায় রয়েল এন্টারটেইনমেন্ট।

‘গেম টু’ একাই পরিচালনা করবেন রয়েল খান। কাহিনী ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও আছেন মিশা সওদাগর, ডন প্রমুখ। গান তৈরি করছেন আরফিন রুমি ও বেলাল খান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।