ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলো কানে কানে কী চাও তুমি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বলো কানে কানে কী চাও তুমি!

রঙিন আলোর ঝলকানি। তার মধ্যে রোদচশমা লাগিয়ে চোখে আসিফ ঘুরে ঘুরে গাইছেন, ‘বলো কানে কানে কী চাও তুমি/চলো সাথে আজ, যেতে চাও তুমি কোথায়’।

পাশে আছেন রমা। আসিফের সঙ্গে তিনি কণ্ঠ মিলিয়ে চললেন।

আর সারাক্ষণ মানাম আহমেদ রোদচশমা পরে, হ্যাট লাগিয়ে মাথায় বাজিয়ে গেলেন কি-বোর্ড। তিনিই এ গানের সুর ও সংগীত করেছেন। মাইলসের অনেক জনপ্রিয় গানের এই সুরকার বলছেন, ‘গানটি সুর করার সময়ই আমার মনে হচ্ছিলো, এর কথা ও সুরের যে বিন্যাস, তাতে আসিফ ও রমার কণ্ঠ খুব ভালো মানাবে। দু’জনেই অসাধারণ গেয়েছে। ’

আসিফ-রমার নতুন গান ‘কী চাও তুমি’র ভিডিওতে এভাবেই হাজির তিনজন। ভিডিওটি প্রকাশিত হয়েছে সম্প্রতি। গানটি লিখেছেন কবির বকুল। ভিডিওটি নির্মাণ করেছে স্টার মেকার বিডি। নতুন গানটি থাকবে আসিফের আগামী অ্যালবামে।

* ‘বলো কানে কানে কী চাও তুমি!’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।