ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে কারণে সুলতানের নায়িকা করা হলো আনুশকাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
যে কারণে সুলতানের নায়িকা করা হলো আনুশকাকে আনুশকা শর্মা

অনেক নাটকীয়তার পর সালমান খানের ‘সুলতান’ ছবির নায়িকা নির্বাচিত হয়েছেন আনুশকা শর্মা। তবে পর্দায় বলিউডের এ দুই তারকা সারাক্ষণই একে অপরের মাঝে ডুবে থাকবেন, প্রেমের গানে মাতবেন- এমন ভাবলে ভুল হবে।


 
ছবিটিতে সালমানের মতো আনুশকাকেও দেখা গেছে কুস্তিগীর চরিত্রে। সুতরাং গ্ল্যামারহীনভাবেই থাকবেন তিনি। অন্তত কুস্তির রিংয়ে ঢোকার পর থেকে। এজন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তিন সপ্তাহের প্রশিক্ষণ নেবেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। খবর বলিউড লাইফের।
 
ছবিটির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, গল্পে মেয়েটি হরিয়ানভি ভাষায় কথা বলে। আনুশকা ভাষাটা আর হরিয়ানভি আচার-আচরণটা ভালো বোঝেন। তাছাড়া তিনি অ্যাথলেটিক। ফলে তার জন্য চরিত্রের ভেতরে ঢোকা সহজ হবে। মূলত এজন্যই ‘সুলতান’-এর জন্য আনুশকা যুতসই।
 
আমির খান (পিকে) ও শাহরুখ খানের (রব নে বানা দি জোড়ি) পর সালমান খানের সঙ্গেও আনুশকাকে দারুণ মানাবে বলে আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদে।
 
বাংলাদেশ সময় : ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।