ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনাকে যা উপহার দিলেন আদিত্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ক্যাটরিনাকে যা উপহার দিলেন আদিত্য আদিত্য রয় কাপুর ও ক্যাটরিনা কাইফ

কাশ্মিরী শালের চাহিদার কথা কে না জানে! তাই সহশিল্পী ক্যাটরিনা কাইফকে কাশ্মিরের পশমিনা শাল উপহার দিলেন আদিত্য রয় কাপুর। তারা এখন ব্যস্ত ‘ফিতুর’ ছবির প্রচারণা নিয়ে।

এর দৃশ্যধারণ হয়েছে কাশ্মিরে। সেখান থেকে উপহারটি বেছে নিলেন আদিত্য।

ছবির একজন মুখপাত্র জানান, এটি শতভাগ খাঁটি কাশ্মিরী পশমিনা শাল। ৩০ বছর বয়সী এই অভিনেতা শালটি নিজেই পছন্দ করে কিনেছেন ক্যাটের জন্য।

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার ও দুটি গান। এবারই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ক্যাটরিনা ও আদিত্য। অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি। এতে আরও অভিনয় করেছেন টাবু।  

* ‘ফিতুর’ ছবির ট্রেলার :


* ‘ইয়ে ফিতুর মেরা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।