ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্যার গানের সঙ্গে নূরের আবৃত্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বন্যার গানের সঙ্গে নূরের আবৃত্তি

রবীন্দ্রসংগীত গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, পাশে বসে আবৃত্তি করছেন আসাদুজ্জামান নূর- এ দৃশ্য দেখা গেলো বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের ছাতিম তলায়।

স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হলেও বন্যার জন্মদিন উপলক্ষে এখানেই আয়োজন করা হয় ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব।



গান পরিবেশনের ফাঁকে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠান শেষে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ছোট কাকু ক্লাবের এই উপদেষ্টা ও অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে আরও ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া।

বাংলাদেশ সময় : ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।