ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজের ভক্ত নন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
নিজের ভক্ত নন শাহরুখ

ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের ভালোবাসা পেয়ে আসছেন সুপারস্টার শাহরুখ খান। যতো কিছুই হোক না কেনো ভক্তরা সবসময় তার পাশে থেকেছেন।

টুইটারে তার ভক্তের সংখ্যা প্রায় এক কোটি ৭০ লাখের বেশি। কিং খান এখন ব্যস্ত তার নতুন ছবি ‘ফ্যান’-এর দৃশ্যধারণ নিয়ে। তিনি বলেছেন, ‘ভক্তরা আমাকে কেনো এতো ভালোবাসে তা আজ পর্যন্ত পরিস্কারভাবে বুঝতে পারিনি। ’

৫০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘কীভাবে বুঝবো! ভক্ত হয়ে ওঠার আগেই আমি তারকা হয়ে গেছি। কিন্তু এখনও বুঝতে পারি না মানুষ আমাকে কোনো এতো বেশি ভালোবাসে... তাদের মা, সন্তান এবং পরিবারও আমাকে নিয়ে ভাবে। মাঝে মাঝে এটি আমার কাছে অনেক বড় দায়িত্ব বলে মনে হয়। ’

‘ফ্যান’-এর গল্পটা সুপারস্টার আরিয়ান খান্না ও তার অন্ধভক্ত গৌরবকে ঘিরে। দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ। ভক্তের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি জানান, ‘একজন ভক্ত তার প্রিয় শিল্পী কি করে সেসব মনে রাখে। এসব জিনিস আমার মনের মধ্যে আমি গেঁথে রেখেছিলাম। এটি আমার জন্য বেশ কঠিন একটি অভিজ্ঞতা। ’

আদিত্য চোপড়া প্রযোজিত ও মনীশ শর্মা পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ওয়ালুশা ডি’সুজা, ইলিয়ানা ডি’ক্রুজ, শ্রিয়া পিলগাঁওকার। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ‘ফ্যান’।  

* ‘ফ্যান’ ছবির ট্রেলার:


বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।