ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজ্জাককে নিয়ে তাদের গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রাজ্জাককে নিয়ে তাদের গান কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের জন্মদিন আগামী ২৩ জানুয়ারি। এ উপলক্ষে তৈরি হচ্ছে একটি গান।

এতে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর।

‘তোমার আলোয় পৃথিবীটা আরও রঙিন হলো, স্বপ্নের ফেরিওয়ালা তুমি স্বপ্ন প্রদীপ জ্বালো’ কথার গানটি লিখেছেন ওমর ফারুক। সুর-সংগীতায়োজন করেছেন বাপ্পা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাপ্পার স্টুডিওতে তার সঙ্গে এ গানে কণ্ঠ দেবেন ফাহমিদা ও আঁখি। বিশ্বজিতের অংশের রেকর্ডিং হবে পরে।

এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বাংলানিউজকে বললেন, ‘রাজ্জাক সাহেবের অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব সবকিছুই তার পরের প্রজন্ম অনুসরণ করেছে। এ দেশের চলচ্চিত্রে তার অবদান অপরিসীম। এমন একজনকে নিয়ে গান গাওয়ার প্রস্তাব পেয়ে ভালো লাগছে। আমি গাইবো। ’

নায়করাজ রাজ্জাকের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে উপহারস্বরূপ এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছেন টিভি ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান। আগামী ২৩ জানুয়ারি রাজ্জাককে নিয়ে চ্যানেল আইয়ের আয়োজনে গানটির ভিডিও দেখানো হবে।

বাংলাদেশ সময় : ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।