ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গায়িকা হেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
গায়িকা হেমা লতা মঙ্গেশকরের স্টুডিওতে হেমা মালিনী

অভিনেত্রী, নৃত্যশিল্পী, পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ- সবকিছুতেই দক্ষতা বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমা মালিনীর। তবে এবার নতুনরূপে হাজির হবেন এই অভিনেত্রী।

খুব শিগগিরই ভজনের অ্যালবাম প্রকাশ করছেন তিনি।

বুধবার (১৩ জানুয়ারি) ৬৭ বছর বয়সী হেমা এ ঘোষণা দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘মঙ্গলবার (১২ জানুয়ারি) আমি লতা মঙ্গেশকরের স্টুডিওতে অনেক সুন্দর ভজনের রেকর্ডিং করলাম। ভজনের কথা লিখেছেন নারায়ণ আগারওয়াল ও সুর করেছেন পন্ডিত যশরাজ। সংগীত পরিচালনা করছেন তৃপ্তি। ’

তিনি আরও জানান, ‘নিজেকে নতুন করে আবিষ্কার করছি। একদম নতুন ও দারুণ অভিজ্ঞতা। আপনাদের সকলের উৎসাহ ও ভালোবাসা চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।