ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

না ফের‍ার দেশে লগানের গুরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
না ফের‍ার দেশে লগানের গুরান রাজেশ বিবেক

না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা রাজেশ বিবেক। দু দশক ধরে বলিউডের অংশ হয়ে যাওয়া এই অভিনেতা বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল তিনটার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

এ সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।

৬৬ বছর বয়সী এই অভিনেতার বন্ধু বিষ্ণু শর্মা জানান, ‘আমি রাজেশকে ৪০ বছর ধরে চিনি। এটি খুব খারাপ যে, বলিউড ইন্ডাস্ট্রি তার মতো একজন অভিনেতাকে হারিয়ে ফেললো। ’

রাজেশ বিবেককে দর্শক চেনে আমির খানের ‘লগান’ ছবিটির সূত্রে। সে ছবিতে ‘গুরান’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। শুধু ‘লাগান’ নয়, শাহরুখ খানের ‘স্বদেশ’এ পোস্টমাস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘যোদ্ধা আকবর’ ছবিতেও দেখা গেছে তাকে। মুম্বাইয়ে আজ তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।