ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন কঙ্গনা কঙ্গনা রনৌত

সংবাদমাধ্যমের সামনে সাহসী বক্তব্য রেখে আর আর বিতর্কিত বিষয় ফাঁস করে সম্প্রতি সময়ে অনেকবার খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এর মাধ্যমে অসংখ্য দর্শকের মনও জয় করেছেন তিনি।

তবে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর এবারের বক্তব্য থমকে দিয়েছে অনেককে।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ে ভারতীয় সাংবাদিক বরখা দত্তের গ্রন্থ ‘দ্য আনকোয়াইট ল্যান্ড’-এর প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন কঙ্গনা। এখানে তিনি জানান, একসময় এক ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। তার নাম প্রকাশ না করলেও জানা গেছে, তিনি বলিউডেরই একজন। ‘কুইন’ তারকার ভাষ্য, ‘এটা কঠিন দুঃসময় ছিলো আমার জন্য। শারীরিক নির্যাতিত হয়েছিলাম। এর বেশি কিছু বলবো না। ’

লেখিকা বরখার পীড়াপীড়িতে কঙ্গনা আরও বলেন, ‘লোকটা আমার বাবার বয়সী। আমার বয়স তখন ১৭ বছর। তিনি আমার মাথায় সজোরে আঘাত করেছিলেন। তৎক্ষণাৎ আমার মাথায় রক্তপাত হয়। এ কারণে আমি নিজের স্যান্ডেল দিয়ে তাকে আঘাত করি। তারও রক্ত বের হয়েছিলো। পরে তার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাই। পুলিম ওই ব্যক্তিকে সতর্ক করে দেয় আমার পিছু না নেওয়ার জন্য। ’

যোগ করে কঙ্গনা বলেছেন, ‘মনে হচ্ছিলো ফাঁদে পড়েছি। মানুষজন এগিয়ে এলে সবারই মনে হতে পারে সহযোগিতা পাওয়া যাবে। কিন্তু কোনো কিছুই কেউ এমনি এমনি করে না। ’

কঙ্গনা এখন বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী সাইফ আলি খান ও শহিদ কাপুর। এটি মুক্তি পাবে আগামী ১৪ অক্টোবর।

বাংলাদেশ সময় : ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।