ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘনার শিকার চিত্রনায়িকা শিরিন শীলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সড়ক দুর্ঘনার শিকার চিত্রনায়িকা শিরিন শীলা শিরিন শীলা

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তরুণ প্রজন্মর চিত্রনায়িকা শিরিন শিলা। শুক্রবার (১৫ জানুয়ারি) ঢাকার অদূরে রুপসীতে এ দুর্ঘটনা ঘটে।

শারীরিকভাবে আঘাত পেলেও প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন তিনি।

পরিচালক সমিতির বনভোজনে যোগ দিতে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। রুপসী এলাকায় শীলার প্রাইভেট কারটির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিলার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

এক সময়ের টিভি অভিনেত্রী শিরিন শীলা এখন চলচ্চিত্রে ব্যস্ত। ‘হিটম্যান’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক। এরপর মুক্তিপ পায় তার ‘ক্ষণিকের ভালোবাসা’ ছবিটি। শীলা  এর মধ্যে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এর মধ্যে আছে ‘জ্বালা’ ও ‘এক মিনিট’।  
শিরিন শিলা শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘গুলশান এভিনিউ-এ অভিনয় করেন আলোচিত হন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।