ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর-ক্যাটরিনা ভাঙনের উপদেষ্টা সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
রণবীর-ক্যাটরিনা ভাঙনের উপদেষ্টা সালমান!

বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের পাট চুকিয়ে ফেলার কথা খবরের শিরোনামে আসার পর নতুন গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নিতে ক্যাটকে উদ্বুদ্ধ করেছেন বলিউডের হেভিওয়েট তারকা সালমান খান!

বলিউড লাইফের খবরে বলা হয়েছে, রণবীরের সঙ্গে মতের অমিল হওয়া নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা প্রাক্তন প্রেমিক সল্লুর সঙ্গে আলোচনা করেছেন ক্যাটরিনা।

ওইদিনই অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ বন্ধ করেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তার সহশিল্পী রণবীর।

সালমানের সঙ্গে প্রেমের ইতি টানলেও তাকে বরাবরই ভালো বন্ধু বলে আসছেন ক্যাটরিনা। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেন বলিউডের এই সুন্দরী। তিনিই উপদেষ্টা হিসেবে ভূমিকা রেখেছেন এই ভাঙনে।

আগেই চাউর হয়ে গেছে, বেশকিছু বিষয়ে মনোমালিন্যের কারণে আলাদা হয়ে গেছেন রণবীর-ক্যাটরিনা। এ খবর ভালোই নাড়া দিয়েছে বলিউডকে। হতাশ তাদের ভক্তকুলও।

* রণবীর-ক্যাটরিনার ছাড়াছাড়ি

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।