ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইনজুরিতে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইনজুরিতে ক্যাটরিনা

অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ ছবির ‘পশমিনা’ গানে ক্যাটরিনা কাইফকে দেখে দর্শকের চোখ যেন সরেই না! অথচ এর দৃশ্যধারণ চলাকালে তার কয়েকটা হাড় মচকেছে। এ ছাড়া তিনি চোট পেয়েছেন আরও কয়েকটি স্থানে।



গত ১৪ জানুয়ারি নয়াদিল্লির লোধি গার্ডেনসে গানটির ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এরপর ডিজাইনার মনীষ মালহোত্রার ফ্যাশন শোতে অংশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেন, ‘এ গানের কাজ থাকায় আমাকে ও আদিত্য রয় কাপুরকে বড়দিন আর নতুন ইংরেজি বছরের আনন্দ বিসর্জন দিতে হয়েছে। ’

ক্যামরা চালুর আগে সমকালীন নাচে দক্ষতা দেখাতে পাক্কা এক ঘণ্টা মহড়া করতে হয়েছে ক্যাট ও আদিত্যকে। ছবিটির ট্রেলার আর ‘পশমিনা’র ভিডিও দেখে মনে হচ্ছে, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর পরিশ্রম বিফলে যায়নি।

‘পশমিনা’র কথা লিখেছেন স্বানন্দ কিরকিরে, সুর ও সংগীত অমিত ত্রিবেদির। ‘ফিতুর’ তৈরি হয়েছে ইংরেজ লেখক চার্লস ডিকেন্সের ধ্রুপদি উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশনস’ অবলম্বনে। কাশ্মির, দিল্লি, মুম্বাই ও পোল্যান্ডের এক চিত্রশালায় ছবিটির দৃশ্যধারণ হয়েছে।

‘ফিতুর’-এ আরও অভিনয় করেছেন টাবু, অদিতি রাও হায়দারি, লারা দত্ত ও রাহুল ভাট। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

* ‘পশমিনা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।