ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার সপ্তাহ বিশ্রামে হৃতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
চার সপ্তাহ বিশ্রামে হৃতিক

কমপক্ষে চার সপ্তাহ বিছানায় থাকতে হবে হৃতিক রোশনকে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

কারণ বলিউডের এই অভিনেতা গোড়ালিতে ব্যথা তো পেয়েছেনই, ছিঁড়ে গেছে লিগামেন্টও।

আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় ‘মহেঞ্জোদারো’ ছবির কাজ করতে আহত হলেন হৃতিক। মুম্বাইয়ের নাইগাঁও শহরে একটি দৃশ্যের কাজ হচ্ছিলো। হঠাৎ চোট পেয়ে বসেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

এবারই প্রথম নয়, একই ছবির প্রথম ধাপের দৃশ্যধারণ চলাকালে কাঁধে চোট পান হৃতিক।  ‘মহেঞ্জোদারো’তে তার নায়িকা হয়ে বলিউডে পা রাখছেন তামিল ও তেলেগু ছবির অভিনেত্রী পূজা হেগড়ে। সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে রোমাঞ্চকর প্রেমের ছবি এটি। এর সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট।

এ নিয়ে দ্বিতীয়বার আশুতোষের সঙ্গে কাজ করছেন হৃতিক। এর আগে তারা হাত মেলান ‘যোধা আকবর’ ছবির জন্য। এতে আরও অভিনয় করেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।