ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘এই পথ যদি না শেষ হয়’, সুচিত্রা সেনের পর রিয়া সেন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
‘এই পথ যদি না শেষ হয়’, সুচিত্রা সেনের পর রিয়া সেন! (বাঁয়ে) সুচিত্রা সেন ও উত্তম কুমার, (ডানে) রিয়া সেন ও ওম

‘এই পথ যদি না শেষ হয়/ তবে কেমন হতো তুমি বলো তো…’- ‘সপ্তপদী’ ছবির এই গানটি কাল জয় করেছে। গানটির সুর কানে এলেই চোখে ভাসে উত্তম কুমার ও সুচিত্রা সেনের মুখ।

সুচিত্রার নাতনি রিয়া সেন নতুন করে গানটি স্মরণ করিয়ে দিলেন। কীভাবে?

কলকাতার বিভিন্ন ছবির গানে আজকাল পুরনো জনপ্রিয় গানের এক-দুটি লাইন ঢুকিয়ে দেওয়া হয়। প্রচারের এ-ও এক কৌশল। সেই ধারাবাহিকতায় রিয়া সেন অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’-এর একটি গানের শিরোনাম ‘এই পথ যদি না শেষ হয়’।

সুচিত্রা সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন শনিবার (১৬ জানুয়ারি) এর ভিডিও এসেছে ইউটিউবে। পরদিন রিয়া তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার দিদার দ্বিতীয় প্রয়াণ দিবসে এ গানটি উৎসর্গ করছি। ’

এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে আট হাজার বার। গানটি গেয়েছেন শাদাব হাশমি। এর কথা লিখেছেন প্রসেন, সুর ও সংগীত পরিচালনায় স্যাভি। তারা সবাই ওপার বাংলার। ছবিটিতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং ওম। সৈকত নাসির ও সুজিত মণ্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ মুক্তি পাবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

* উত্তম কুমার ও সুচিত্রা সেনের ‘এই পথ যদি না শেষ হয়’:


* ওম ও রিয়া সেনের ‘এই পথ যদি না শেষ হয়:


বাংলাদেশ সময় : ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।