ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের হাতে আছে সাতদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সালমানের হাতে আছে সাতদিন

সালমান খানের ই-কমার্স পোর্টালের নাম (খান মার্কেট অনলাইন ডটকম) পরিবর্তনের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লির খান মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার জন্য তাকে সময় দেওয়া হয়েছে সাতদিন।



সমিতির সভাপতি সঞ্জীব মেহরার মন্তব্য, ‘অনলাইন খুচরা বিক্রেতারা আমাদের মতো ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো গিলে খাচ্ছে! সুতরায় এই ওয়েবসাইট খান মার্কেটের ব্যবসায়ীদের জন্য লোকসান হয়ে দাঁড়াবে। মানুষ ভাববে খান মার্কেটের ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র অনলাইনে বিক্রি করছে। এর নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের ব্যবসায়। ভারতে আর কোথাও খান মার্কেট নেই। এই মার্কেট গোটা এশিয়ায় একটি ব্র্যান্ড। সালমান খান এটাকেই পুঁজি করতে চাচ্ছেন। অনেক তারকা আমাদের মার্কেটে এসেছেন, কেনাকাটা করেছেন, কিন্তু আমরা কখনও তাদের নাম বেচে ব্যবসা করিনি। ’

এদিকে সমিতির পক্ষ থেকে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন সালমানের প্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়ে ওয়েব পোর্টালের নাম পাল্টানোর আহ্বান জানিয়েছে। কিন্তু এর কোনো উত্তর মেলেনি। এরপরই বলিউডের এই সুপারস্টারকে আইনি নোটিশ পাঠিয়ে ‘খান মার্কেট’ নামটি প্রত্যাহার ও একই নামে অনুমতিবিহীন ব্যবসা বন্ধের জন্য বলা হয়েছে।

এরই মধ্যে আইনি নোটিশের উত্তর এসেছে সালমানের দলবলের কাছ থেকে। তারা যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। সমিতিকে একটি ই-মেইল ঠিকানা দিয়ে এখানে যোগাযোগ করতে বলা হয়েছে সালমানের তরফ থেকে। তবে তাদেরকে সাতদিনের সময় বেঁধে দিয়েছে ব্যবসায়ীদের সমিতি। এর মধ্যে যদি সদুত্তর না আসে তাহলে তারা আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন।

সমিতির সভাপতি আরও বলেছেন, ‘আমরা ব্যবসায়ী, আদালতের যাওয়ার মতো সময় আমাদের নেই। আমরা সালমানকে তার পোর্টালের নাম পরিবর্তনের জন্য অনুরোধ করেছি। আমাদের আশা, আদালত পর্যন্ত এটা গড়াবে না। ’

বাংলাদেশ সময় : ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।