ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তরুণীর ওপর হাত তুলে বিপাকে নওয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
তরুণীর ওপর হাত তুলে বিপাকে নওয়াজ

পর্দায় একের পর এক বৈচিত্রময় চরিত্রে দারুণ অভিনয়ের জন্য প্রশংসার বন্যায় ভেসেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। তার অভিনয়ের তারিফ কে না করে! অথচ তার বিরুদ্ধেই কি-না খারাপ আচরণের কারণে থানায় অভিযোগ করলেন এক তরুণী।

গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডার মধ্যে তার গালে চড় মেরে বিপাকে পড়েছেন বলিউডের এই অভিনেতা।

বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়- নওয়াজুদ্দিন আন্ধেরির যে অ্যাপার্টমেন্টে থাকেন, ২৪ বছর বয়সী ওই তরুণী সেখানে গাড়ি পার্কিং করতে গেলে তার ওপর হাত তোলেন নওয়াজুদ্দিন। এ কারণে তার বিরুদ্ধে মুম্বাইয়ের ভারসোভা থানায় রোববার (১৭ জানুয়ারি) আইপিসি ৩৫৪ ধারায় এফআইআর করা হয়েছে। তরুণীর অভিযোগ, নওয়াজুদ্দিন তাকে চড় মেরেছেন ও বুকে ধাক্কা ‍দিয়েছেন।

তবে নওয়াজুদ্দিন এ অভিযোগ অস্বীকার করে জানান- বিতর্ক হয়েছে ঠিক, কিন্তু হাত তোলেননি। গাড়ি পার্কিং নিয়ে সমস্যা থাকেই। ঘটনার তদন্ত ছাড়াই পদক্ষেপ নেওয়াটা দুঃখজনক বলে মন্তব্য তার ম্যানেজার অনুপ পান্ডের। পাশাপাশি তিনি জানিয়েছেন অন্য কথা। এ ঘটনার পর পাঁচজনের বিরুদ্ধে আইপিসি ১৪৩, ১৪৭, ৩৫৪, ৪৫২ ও ৫০৬ ধারায় তিনি এফআইআর করেছেন বলে জানা যায়।

রোববার (১৭ জানুয়ারি) ইয়ারি রোডে নওয়াজের অফিসে তার সঙ্গে দেখা করতে আসেন দুই পুরুষ ও তিন নারী। তারা একটি নোটিশ দিয়ে অফিসের সামনের জায়গা খালি করে দিতে বলেন। ম্যানেজারের দাবি, ‘নওয়াজ স্যার কখনও জায়গাটি তার বলে দাবি করেননি, তাই খালি করার প্রশ্ন নেই। ’

পাল্টা অভিযোগে আরও বলা হয়েছে, সামনাসামনি দেখা করতে চেয়ে ওই ব্যক্তিদের মধ্যে খলিল নামের একজন নওয়াজের স্ত্রী আলিয়াকে ধাক্কা পর্যন্ত দিতে চেয়েছিলেন। ৪১ বছর বয়সী এই অভিনেতা তখন সাজঘরে ছিলেন। তিনি বেরিয়ে ওই পাঁচ ব্যক্তিকে নোটিশ নিয়ে চলে যেতে বলেন। তারা বের হওয়ার আগে অনেক বাকযুদ্ধ হয়েছে দুই পক্ষের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।