ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৯ জানুয়ারি ‘ভোলা তো যায় না তারে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
২৯ জানুয়ারি ‘ভোলা তো যায় না তারে’

ছয় মাসেরও বেশি সময় পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরবের নতুন ছবি ‘ভোলা তো যায় না তারে’। আগামী ২৯ জানুয়ারি এটি দেখা যাবে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

এর পরিচালক রফিক শিকদার বাংলানিউজকে সোমবার (১৮ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন।

‘ভোলা তো যায় না তারে’ ছবিতে নিরবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন নবাগতা তানহা। এ ছাড়াও আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ।

হিন্দু ও মুসলিম পরিবারের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির গল্প। নিরব বললেন, ‘সর্বশেষ গত বছর রোজার ঈদে দর্শকরা আমাকে ‘নদীজন’ ছবিতে দেখেছে। ছয় মাসেরও বেশি সময় পর আবার তারা আমাকে বড় পর্দায় পাবেন, আর আমিও ছবিটি নিয়ে আশাবাদী। ’

পরিচালক বললেন, ‘এটি মৌলিক গল্পের ছবি। আমার লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। আমি চাই, দর্শকরা দেখে মন্তব্য করুক। ’ ছবিটি প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। পরিবেশনার দায়িত্বে থাকছে টিওটি ফিল্মস।

ছবিটির গানগুলো লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও মাহমুদ মানজুর। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন আরফিন রুমি, ইমরান, বেলাল খান। তাদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা, লিজা, লোপা।  

* ‘ভোলা তো যায় না তারে’ ছবির ‘যদি মন পাখা মেলে’ গানের ভিডিও :


* ‘ভোলা তো যায় না তারে’ ছবির ‘আমার যদি থাকতো ডানা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।