ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লোপেজের নতুন ডাকনাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
লোপেজের নতুন ডাকনাম জেনিফার লোপেজ

হলিউডে চলছে পুরস্কার মৌসুম। এসব আয়োজনের লালগালিচায় বাহারি পোশাক পরে অনেকের মতো হাজির হচ্ছেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ।

মজার বিষয় হলো, আগে তারকারা পরেছেন এমন পোশাক নির্বাচনের কারণে নতুন ডাকনাম পেয়েছেন তিনি।

আগে থেকেই লোপেজকে সংক্ষেপে ‘জেলো’ বলে ডাকা হয়। তবে এখন ডাকনাম হিসেবে তাকে অবজ্ঞা করার জন্য ব্যবহার হচ্ছে ‘স্লে লো’। তবে নামটি নিয়ে খুশি ৪৬ বছর বয়সী এই মার্কিন তারকা। নতুন ডাকনাম নিয়ে নিজের ভাবনা জানিয়ে লোপেজ বিনোদনমূলক ওয়েবসাইট হিপহলিউডকে বলেন, ‘নামটা নিচ্ছি আমি!’

কয়েকদিন আগে প্রকাশিত রেজি অ্যাওয়ার্ডসে সবচেয়ে ব্যর্থ অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন লোপেজ। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দ্য বয় নেক্সট ডোর’ তাকে এ যাত্রায় ডুবিয়েছে।

এদিকে লোপেজ এখন ‘শেডস অব ব্লু’ নামের টিভি শোতে অভিনয় করছেন গোয়েন্দা হার্লি স্যান্টস চরিত্রে, সন্তানকে নিয়ে একা থাকেন তিনি। পুলিশকেন্দ্রিক সিরিজটির গল্পে দেখা যায়- এফবিআই দুর্নীতি দমন তদন্তে জড়িয়ে পড়েন হার্লি। দুই সন্তানের মা লোপেজ বলেছেন, ‘গল্পটা পড়ার পর বিশেষ কিছু মনে হচ্ছিলো। ভাবছিলাম আমার যদি ভালো লাগে, অন্যদেরও ভালো লাগবে। ’

বাংলাদেশ সময় : ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।