ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে মল্লিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
মিউজিক ভিডিওতে মল্লিকা মল্লিকা শেরাওয়াত

ভারতের গোয়ায় এক অপরিচিত মুখের সঙ্গে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে দেখার পর থেকেই নানা গুঞ্জন শুরু হয়ে যায়। কে তিনি? নতুন প্রেমিক নন তো?

না।

নতুন করে প্রেমে পড়েননি মল্লিকা। তার পাশের মানুষটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী ভারতীয় শিল্পী দাসু। এই গায়কের নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন মল্লিকা। এবারই প্রথম মূলধারার পপ মিউজিক ভিডিওতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে।

গানটির শিরোনাম ‘দিল কেয়া কারে (ডিড আই লাভ ইউ?)’। ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মল্লিকা। এর চিত্রায়ন হয়েছে ভারতের গোয়ায়। আগামী ২২ জানুয়ারি এটি প্রকাশ হবে। গানটির প্রযোজক ঋষি রিচ।

এদিকে বলিউডে এখন মল্লিকা প্রায় বেকার! সর্বশেষ গত বছরের ৬ মার্চ মুক্তি পায় তার অভিনীত ‘ডার্টি পলিটিক্স’ ছবিটি। কিন্তু আহামরি ব্যবসা করতে পারেনি।

বাংলাদেশ সময় : ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।