ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৈয়দ হাসান ইমামকে আজীবন সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সৈয়দ হাসান ইমামকে আজীবন সম্মাননা সৈয়দ হাসান ইমাম

সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ও কলাকুশলীদেরকে সম্মাননা জানাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি পঞ্চমবারের মতো আয়োজন করছে ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৫’। এবার আজীবন সম্মাননা পাবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, আগামী ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানেই হাসান ইমামের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

আরটিভিতে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী পাবেন পুরস্কার। পাশাপাশি থাকবে তারকাদের নাচ-গান। এ আয়োজন সরাসরি দেখাবে আরটিভি।

বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।