ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’ পাঠ ও পর্যালোচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’ পাঠ ও পর্যালোচনা

দেশের চলচ্চিত্র সংসদগুলো দীর্ঘদিন ধরে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’ প্রণয়ণে দাবি জানিয়ে আসছে। বুধবার (২০ জানুয়ারি) এই নীতিমালা প্রণয়নে সুপারিশমালা প্রস্তুতকরণের লক্ষ্যে 'জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়াপাঠ ও পর্যালোচনা' বিষয়ক সম্মেলন আহবান করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সম্মেলনে অংশ নেবে সংগঠনের অন্তুর্ভুক্ত চলচ্চিত্র সংসদের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গুণী চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার  মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্র গবেষক, শিক্ষক, নির্মাতা ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন সভাপতি লাইলুন নাহার স্বেমি।

বাংলাদেশ সময় : ১৭৫৬ ঘণ্টা,জানুয়ারি ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।