ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাবেন অপর্ণা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাবেন অপর্ণা! ‘ভুবন মাঝি’ ছবির মহরতে দুই প্রধান অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুক্তিযুদ্ধের ওপর আরেকটি ছবির ঘোষণা এলো। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ভুবন মাঝি’ নামে ছবিটির মহরতে উপস্থিত ছিলেন শিল্পী, কলাকুশলীসহ রাজনৈতিক অঙ্গনের অনেকেই।

সরকারি অনুদানের এ ছবিটির মূল চরিত্র নেওয়া হয়েছে সত্যিকারের একজন বাউল মুক্তিযোদ্ধার জীবনী থেকে।

নহির বাউল ‍কুষ্টিয়ার মানুষ। লালনের ভাবাদর্শ আছে তার মধ্যে। বাউলেরা সাধারণত প্রাণী হত্যা করেন না। কিন্তু দেশের প্রয়োজনে বদলে যান তারা। অহিংসপ্রাণ নহির মাঝির মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্পটাই দেখা যাবে ‘ভুবন মাঝি’ ছবিটিতে। আর এই চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পে দেখা যাবে নহির বাউলকে মুক্তিযুদ্ধে পাঠাতে উদ্বুদ্ধ করেন একজন সম্ভ্রান্ত তরুণী। তার নাম ফরিদা। ফরিদা চরিত্রে রূপদান করছেন অপর্ণা ঘোষ।

বাংলাদেশে পরমব্রতর এটি হবে দ্বিতীয় ছবি। এর আগে ‘ভয়ঙ্কর সুন্দর’ নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। মহরত অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতা থেকে ছুটে এসেছেন ঢাকায়।

পরমব্রত ছবিটি নিয়ে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর আমার কিছু জানাশোনা আছে। পারিবারিক সূত্রেই সেটা জেনেছি। পরে অবশ্য নিজে থেকেও আরও জেনেছি। এখন কাজের প্রয়োজনে আরও জানছি। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করছি ভেবে গৌরব বোধ করছি। ’

‘ভুবন মাঝি’ পরিচালনা করবেন ফাখরুল আরেফিন। এটি হবে তার প্রথম ছবি। এর আগে তিনি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেছেন। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। কিছু অংশের কাজ হবে ভারতে। ছবির গানগুলো তৈরি করছেন কালিকাপ্রসাদ।

এতে আরও অভিনয় করছেন মামুনূর রশীদ, সুষমা সরকার, নওশাবা, মাজনুন মিজান, কণ্ঠশিল্পী ওয়াকিল প্রমুখ। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফসহ আমন্ত্রিত অতিথিরা ‘ভুবন মাঝি’র লোগো উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।