ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিণীতিকে নিয়ে নতুন ‘ধুম’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পরিণীতিকে নিয়ে নতুন ‘ধুম’?

নাদুসনুদুস অবস্থা থেকে তন্বী আর আকর্ষণীয় শারীরিক গড়ন বানিয়ে অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া! গত মাসে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তার নতুন রূপ দেখা গেছে। আবার সবার মনোযোগ কেড়ে নেওয়ার বন্দোবস্ত করেছেন তিনি।

বলিউডের ব্যবসাসফল সিরিজ ‘ধুম’-এর চতুর্থ কিস্তিতে নেওয়া হচ্ছে তাকে। খবর ফিল্মফেয়ারের।

পরিণীতিই হতে যাচ্ছেন ‘ধুম ফোর’-এর মূল নায়িকা। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। তাদের প্রযোজিত ‘সুলতান’-এ কাজের প্রস্তাব পেয়েছিলেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু সালমান খানের অমত থাকায় নাকি তা আর হয়নি।

এরপর পরিণীতিকে বড়সড় চরিত্রে নেওয়ার প্রতিশ্রুতি দেন যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া। ধারণা করা হচ্ছে, ‘ধুম ফোর’-এর কথাই আভাস দিয়েছেন তিনি। এ সিরিজের নায়িকাদের ফিটফাট শরীর আর ঝলমলে রূপের সম্মিলন থাকে। ফলে শারীরিক গড়ন হালকা করায় তার সুবিধা হয়েছে। সময়ই বলে দেবে এসব অনুমান সত্যি কি-না।

এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, রিমি সেন ও এশা দেওল ‘ধুম’ কন্যা হয়েছেন। এ তালিকায় পরিণীতির যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। গত বছরের ডিসেম্বরে ‘ধুম রিলোডেড’ নামে একটি ভিডিও ইউটিউবে ছাড়ে যশরাজ ফিল্মস। এরপর থেকে সবার প্রতীক্ষা চলছে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার। তবে এবারও যথারীতি থাকছেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। খলনায়ক হিসেবে হৃতিক রোশনের কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।

সর্বশেষ ‘কিল দিল’ ছবিতে দেখা গেছে পরিণীতিকে। এতে তার সহশিল্পী ছিলেন রণবীর সিং। কিন্তু এটি ব্যবসাসফল হয়নি। ‘কিল দিল’-এর আগে পরিণীতির ‘দাওয়াত-এ-ইশক’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবিটিতে তার নায়ক ছিলেন আদিত্য রয় কাপুর।

বাংলাদেশ সময় : ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।