ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিত্রনাট্য নিয়ে বিড়ম্বনায় নিশো!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
চিত্রনাট্য নিয়ে বিড়ম্বনায় নিশো! আফরান নিশো

আফরান নিশোকে বলা হয় মেধাবী ও পরিশ্রমী অভিনেতা। নাটকের অধিকাংশ নির্মাতাই এ কথা স্বীকার করবেন যে, নিজের চরিত্র রূপায়নের বেলায় নিশো অনন্য।

গল্পে সংযোজন কিংবা বিয়োজনে প্রায়ই মুন্সিয়ানার পরিচয় রাখেন তিনি। খুব কম সময়ই তাকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। তবে আজকের দিনটা (২০ জানুয়ারি) নিশোর জন্য সুখকর নয় বলেই মনে হচ্ছে! কী ঘটলো তবে?

নিশোর ফেসবুক আইডি বলছে, সকালটা শুরু হয়নি ঠিকঠাক। সকাল ১০টার দিকে শুটিংস্পটে কাউকে না পেয়ে তিনি লিখেছেন, ‘কাজ কী শুরু হবে? দলপ্রধানের জন্য অপেক্ষা করছি। হায়রে পরিচালক!’

কাছাকাছি সময়ে এই অভিনেতা নিজের একটি ছবি পোস্ট করেন ফেসবুকে। এতে দেখা যাচ্ছে তিনি মোবাইলফোনে কিছু একটা পড়ছেন। ক্যাপশনে বিষয়টা পরিষ্কার করেছেন তিনি। নিশো লিখেছেন, ‘স্ক্রিপ্টের হার্ড কপিও দেয় না। পিডিএফ মেইল করে দেয়। সেলফোনে কষ্ট করে স্ক্রিপ্ট পড়তে হচ্ছে। হায়রে ডিরেক্টর! দেরিতে এসে আমাকে হার্ড কপি দেয়। ফেলে দিলাম বিছানায়। কষ্ট করে সেলফোনেই পড়বো। …’

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।