ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ‘ফাস্ট এইট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এবার ‘ফাস্ট এইট’

জনপ্রিয় সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তির নাম ঘোষণা করলেন হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেল। এর নাম রাখা হয়েছে ‘ফাস্ট এইট’।

ইনস্টাগ্রামে খবরটি জানান ৪৮ বছর বয়সী এই তারকা।
 
সঙ্গে ভক্তদের জন্য জুড়ে দিয়েছেন ছবিটির প্রথম পোস্টার। এতে আছে উঁচু থেকে তোলা নিউইয়র্ক শহরের ছবি। এতে বিখ্যাত এম্পায়ার স্টেট ভবনও আছে। ডিজেল লিখেছেন, ‘সামনে নতুন পথ। ’
 
এ ছবির গল্প এখনও প্রকাশ হয়নি। পোস্টারে নিউইয়র্ক শহরের আবহ থাকলেও জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স প্রথমবারের মতো কিউবায় দৃশ্যধারণের পরিকল্পনা করেছে। এখন লোকেশন নির্বাচনের কাজ চলছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কিউবান সরকারের অনুমতি নেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
 
এফ গ্যারি গ্রে পরিচালিত ‘ফাস্ট এইট’ মুক্তি পাবে ২০১৭ সালের ১৪ এপ্রিল। এতে ভিন ডিজেলের পাশাপাশি অভিনয় করছেন ডোয়াইন জনসন, লুডাক্রিস, টাইরিস গিবস, কার্ট রাসেল, জেসন স্টেটহাম।
 
সিরিজের সপ্তম কিস্তি ‘ফিউরিয়াস সেভেন’ বিশ্বব্যাপী দেড়শ কোটি ডলারের ব্যবসা করেছে। হলিউডে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় এটি আছে ছয় নম্বরে। এতে অভিনয় করেন প্রয়াত অভিনেতা পল ওয়াকার।
 
বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।