ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিস্মিত ববিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিস্মিত ববিতা ববিতা

‘আপাতত আমি কোনো ছবিতে অভিনয় করছি না। তারপরও কী করে খবর বের হয় যে, আমি কাজ করছি! আমি আগেও বলেছি যে, সাধারণ কোনো মায়ের চরিত্রে আর পাওয়া যাবে না আমাকে।

আমাকে কেন্দ্র করে গল্প তৈরি হলে কিংবা চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেই কেবল অভিনয় করবো। ’- কথাগুলো বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা। বুধবার সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে এসব বলেন তিনি। সম্প্রতি ববিতা অভিনয়ে ফিরেছেন বলে ‘ভুয়া’ খবর প্রকাশের ঘটনায় বিস্ময় করেছেন ববিতা।

ববিতা জানান, ঢাকায় এলে অনেক নির্মাতা যোগাযোগ করেন তার সঙ্গে। কাজের ব্যাপারে কথা হয়। কিন্তু চিত্রনাট্য মনের মতো হয় না বলে তিনি সায় দিতে পারেন না। ববিতা বলেন, ‘আমার মনে হয়, প্রাথমিক আলাপ করেই অনেক পরিচালক আমি অভিনয় করছি বলে ঘোষণা দিয়ে দেন। এতে হয়তো তার প্রডিউসার পেতে সুবিধা হয়। কিন্তু এটা তো অন্যায়। ’

সম্প্রতি ‘জীবনযুদ্ধ’ নামে একটি ছবিতে ববিতা অভিনয় করছেন বলে একাধিক গণমাধ্যমে খবর বের হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানান ববিতা।   

কয়েক বছর ধরে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা ববিতা। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী এই অভিনেত্রী এখন একমাত্র সন্তান অনিককে সময় দিচ্ছেন। কানাডা  প্রবাসী সন্তানের কাছেই কাটে তার সময়। ঢাকার বাড়িতে ফিরলেও বাগান করা, পাখি পালন, এবাদত-বন্দেগী নিয়ে ব্যস্ত থাকেন ববিতা। এদিকে গুলশানে নতুন বাড়ি তৈরির কাজও এগিয়ে নিচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।