ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাপজানের বায়স্কোপ’ চলবেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
‘বাপজানের বায়স্কোপ’ চলবেই

গত বছরের ১৮ ডিসেম্বর দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাপজানের বায়স্কোপ’। ‘অদৃশ্য  কারণে’ প্রথম দিনেই অধিকাংশ প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে দেওয়া হয়।

যে কোনো পরিচালক ও প্রযোজকের জন্য এটি দুঃখজনক ঘটনা। এতে দমে যাননি সংশ্লিষ্টরা। ছবিটি আবার দর্শকের সামনে আসছে নতুন উদ্যমে, বিকল্প উপায়ে। তারা জানান, কারুকাজ ফিল্মসের ‘বাপজানের বায়স্কোপ’ চলবেই।

ছবিটির পরিচালক রিয়াজুল রিজু জানান, আগামী ২২ ও ২৩ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে দেখানো হবে এটি। প্রতিদিন সকাল ১০টা, বেলা ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে এর প্রদর্শনী হবে। নির্মাতা জানান, আগামীতে এভাবেই দেশের অন্যান্য অঞ্চলে দেখানো হবে ছবিটি।

দেশে মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় ‘বাপজানের বায়স্কোপ’। মাসুম রেজার কাহিনী ও সংলাপে এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন এই আই টুটুল, চন্দনা মজুমদার, ফকির জহির উদ্দিন, অমিত মল্লিক, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন ও আমিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।