ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কার ডিক্যাপ্রিওর প্রাপ্য : কেট উইন্সলেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
অস্কার ডিক্যাপ্রিওর প্রাপ্য : কেট উইন্সলেট

হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট উচ্ছ্বসিত। আগামী মাসে তার ‘টাইটানিক’ ছবির সহশিল্পী লিওনার্ডো ডিক্যাপ্রিও প্রথম অস্কার ঘরে তুলতে যাচ্ছেন! এর আগে অস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েও হাশ হন হলিউডের এই অভিনেতা।



লন্ডন ক্রিটিকস সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উইন্সলেট বলেন, ‘এটি খুব হতাশাজনক হবে যদি ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার না পান ডিক্যাপ্রিও। ’

অন্যদিকে গত সপ্তাহে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে ‘স্টিভ জবস’-এ অভিনয়ের স‍ুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন ক্যাট। অস্কারেও সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছে ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর নাম।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।