ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমরানের সুরে তাহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ইমরানের সুরে তাহসান তাহসান ও ইমরান

ক্যারিয়ারের শুরু থেকে নিজের গান নিজেই সুর করেন তাহসান। ইদানীং অন্যের সুরেও গাইছেন।

সবশেষ জয় শাহরিয়ারের সুরে গেয়েছেন একটি মিশ্র অ্যালবামে। সেই ধারাবাহিকতায় এবার সংগীতশিল্পী ইমরানের সুরে কণ্ঠ দিয়েছেন দুটি গানে। ভালোবাসা দিবসের একটি মিশ্র অ্যালবামে থাকবে গানগুলো।   

গীতিকার রবিউল ইসলাম জানান, ২০ জানুয়ারি দুপুরে ইমরানের মিউজিক ল্যাব স্টুডিওতে তার লেখা দুটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। এগুলোর শিরোনাম ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’।

নতুন গান প্রসঙ্গে তাহসান বলেছেন, ‘ইমরান গান দুটি দারুণ বানিয়েছে। কথাও অসাধারণ। ভক্ত ও শ্রোতারা গান দুটি পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস। ’

ইমরান বলেন, ‘তাহসান ভাই আমার প্রিয় শিল্পী। তার মতো শিল্পী আমার সুর-সংগীতে গেয়েছেন। এটা আমার জন্য ভালোলাগার ব্যাপার। তার গায়কী মাথায় রেখেই গানগুলো তৈরি করেছি। ’

নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামটি প্রকাশ করবে সিডি চয়েস। তাহসান ও ইমরানের পাশাপাশি এতে গাওয়ার কথা রয়েছে বাপ্পা মজুমদারের।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।