ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খান নতুন বছরেও বৃত্তবন্দি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
শাকিব খান নতুন বছরেও বৃত্তবন্দি! শাকিব খান/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাকিব খান বদলে যাচ্ছেন- মুক্তি প্রতীক্ষিত কয়েকটি ছবি বিশ্লেষণ করে এমনটা মনে করাই স্বাভাবিক। বলা হচ্ছে যে, ২০১৬ সালে রূপালি পর্দা মাতাবেন নতুন শাকিব।

‘মেন্টাল’, ‘সম্রাট’, ‘রাজনীতি’ কিংবা ‘সত্তা’ প্রভৃতি ছবিগুলোর মাধ্যমে শাকিব নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। ছবিগুলো আর যাই হোক- গল্প, নির্মাণশৈলী, গান ও প্রচারে এগিয়ে থাকবে শাকিবের অন্য সময়ের ছবির তুলনায়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ইউটিউবে উন্মুক্ত হলো জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ‘রাজা ৪২০’ ছবির ট্রেলার। উত্তম আকাশ পরিচালিত ছবিটির ট্রেলারটি বেশ গতানুগতিক। এখানে পুরনো শাকিবকেই পাওয়া গেলো। নতুন বছরে এটিই হবে তার প্রথম ছবি। ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এটি। এতে শাকিবের নায়িকা অপু বিশ্বাস।

কিং খানখ্যাত শাকিব কয়েক বছর ধরে বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে, ‘সিলেকটিভ’ ছবিতে কাজ করবেন। সংখ্যা নয়, মানসম্পন্ন ছবির পক্ষে তিনি। এ অবস্থায় ভক্তদের অনেকেই ‘রাজা ৪২০’-এর ট্রেলার দেখে হতাশ হয়েছেন। অনলাইনে এ নিয়ে চলছে সমালোচনা।

অন্যদিকে অপু বিশ্বাসের ভক্তরাও ট্রেলার দেখে অসন্তুষ্ট। কারণ এখানে নেই অপুর উপস্থিতি। মান্দাতা আমলের ঢংয়ে তৈরি করা হয়েছে ট্রেলারটি। এতে নতুনত্ব নেই বললেই চলে। এ অবস্থায় নতুন বছরে আলোচিত এই অভিনেতা নিজের বৃত্ত থেকে কতোখানি বের হতে পারবেন, সেটাই দেখার বিষয়।  

* শাকিব খানের ‘রাজা ৪২০’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।