ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইনক্রেডিবল ইন্ডিয়া

আমিরকে অব্যাহতি, এলেন অমিতাভ ও প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আমিরকে অব্যাহতি, এলেন অমিতাভ ও প্রিয়াঙ্কা অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া ও আমির খান

বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো ভারত সরকারের ইনক্রেডিবল ইন্ডিয়া প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া। অবশেষে তা সত্যি হলো।

তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এজন্য এক পয়সা পারিশ্রমিকও নেবেন না বলিউডের এই দুই তারকা। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাদের নাম ঘোষনা করা হয়।

প্রায় এক দশক ধরে ভারতের ইনক্রেডিবল ইন্ডিয়ার মুখ ছিলেন আমির খান। ‘অতিথি দেব ভবা’ বলতে আর দেখা যাবে না তাকে। অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় ৫০ বছর বয়সী এই তারকাকে অব্যাহতি দেওয়া হলো এই সম্মানীয় পদ থেকে।

এ বিষয়ে মিস্টার পারফেকশনিস্ট জানান, ‘এটা সরকারের সিদ্ধান্ত। তারা কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবেন। সরকারের এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। ’

নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরের তালিকায় ছিলো বলিউড ও ক্রীড়াজগতের বেশ কয়েকজনের নাম। তবে পর্যটন মন্ত্রক ‘অতিথি দেব ভবা’ বলার জন্য বেছে নেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

* আমির খানের ইনক্রেডিবল ইন্ডিয়ার বিজ্ঞাপন ভিডিও:


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।