ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গাংনীর বিশিষ্ট যাত্রাভিনেতা জমির উদ্দীন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
গাংনীর বিশিষ্ট যাত্রাভিনেতা জমির উদ্দীন আর নেই জমির উদ্দীন

মেহেরপুর: মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার মঞ্চ কাঁপানো যাত্রাভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জমির উদ্দীন (৭৫ ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাংনী পৌর শহরের শিশিরিপাড়া এলাকায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।



তিনি স্ত্রীসহ পাঁচ ছেলে ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ এশার নামাযের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শিশিরপাড়া মধ্যপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে।   

৭০ দশক থেকে এ অঞ্চলের মঞ্চ কাঁপানো এই যাত্রাভিনেতার হাত ধরে অনেকেই টিভিসহ সিনেমা জগতের উজ্জল নক্ষত্র হয়েছেন।

তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।