ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খোন্দকার নূরুল আলমের জন্য শোকগাথা

তিনি এমনই জাল পেতেছিলেন!

সুবীর নন্দী (কণ্ঠশিল্পী) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
তিনি এমনই জাল পেতেছিলেন! খোন্দকার নূরুল আলম ও সুবীর নন্দী

চলে গেলেন দেশবরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী খোন্দকার নূরুল আলম। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে ৮০ বছর বয়সে নিভে গেলো তার জীবনপ্রদীপ।

খ্যাতিমান এই শিল্পীর চিরবিদায়ে শোকে মুহ্যমান দেশীয় সংস্কৃতি অঙ্গন। তার সুরে গান গেয়ে অনেকে জনপ্রিয় হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী সুবীর নন্দী। বাংলানিউজের কাছে প্রয়াত শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি-

তিনি ছিলেন রূচিশীল সংগীতের রূপকার, সংগীতগুরু। ছিলেন শুদ্ধ মানুষ। দর্শনের ডিগ্রিধারী ছাত্র হয়েও খোন্দকার নূরুল আলম ভালোবেসেছিলেন সংগীতকে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, আধুনিক ও দেশাত্মবোধক গান- কোনখানে সফল নন তিনি? সবচেয়ে বড় কথা মৌলিক গানের অন্যতম স্রষ্টা তিনি। সংগীতের শুদ্ধ এই কারিগরকে নিয়ে ভবিষ্যতে গবেষণা হতে পারে।

একটি বিষয় আমার মনে হয়, অনেকে হয়তো লক্ষ্য করেননি, উচ্চাঙ্গসংগীতের সঙ্গে লোকসংগীতের সুন্দর সম্মিলন ঘটিয়ে তিনি একটা নতুনধারা তৈরি করেছিলেন। এটা বেশ গ্রহণযোগ্য হয়েছে এ দেশে। তার সুরে গান গেয়ে আমি দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ছবিগুলো হলো ‘শুভদা’ ও ‘চন্দ্রনাথ’।

অনেকেই হয়তো জানেন না। আশ্চর্যের বিষয় হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শুভদা’ ছবির গানগুলোর জন্য ১৯৮৬ সালে সংশ্লিষ্ট সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। খোন্দকার নূরুল আলম তো পেয়েছিলেনই, সঙ্গে পুরস্কার পেয়েছিলাম আমি, কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন ও গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।

১৯৭৬ সালে প্রথমবার তার গান গেয়েছিলাম আমি। এরপর আরও অনেক গান গাওয়ার সৌভাগ্য হয়েছিলো। এই মুহূর্তে হিসেব দেওয়া মুশকিল। এ তালিকায় এখন বিশেষভাবে মনে পড়ছে ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’! সুরে, গানে, স্বকীয়তায় তিনি দেশীয় সংগীতাঙ্গনে এমনই জাল পেতেছেন, যে জালে মন্ত্রমুগ্ধ থাকেন শ্রোতারা।

খোন্দকার নূরুল আলমের জীবনাচার থেকে এ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জনপ্রিয় সুরকার-গায়ক হয়েও তিনি নিভৃতচারী ছিলেন। কখনও প্রচারের আলোয় আসতে চাইতেন না মহৎ এই সংগীতজ্ঞ। তার আত্মা শান্তি পাক এই কামনা করি।

অনুলিখন: সোমেশ্বর অলি

* সংগীতজ্ঞ খোন্দকার নূরুল আলম আর নেই

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।