ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুনুন নায়করাজকে নিবেদিত গান (অডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
শুনুন নায়করাজকে নিবেদিত গান (অডিও) রাজ্জাক / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিনি নায়ক। গল্পের প্রয়োজনে রূপালি পর্দায় হাজির হয়েছেন প্রেমিকরূপে।

কখনও শুধুই ভালোবাসা, কখনও বিরহের গান গেয়েছেন। সবই অভিনয়। নায়করাজ অভিনীত জনপ্রিয় গানের সংখ্যা অগণিত। কোনো শিল্পীর গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন মানে বাজিমাত করেছেন। সেই গানের নায়ক রাজ্জাককে নিবেদন করে, তার ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি গান গেয়েছেন জনপ্রিয় চার সংগীতশিল্পী।

শনিবার (২৩ জানুয়ারি) নায়করাজের জন্মদিন। এ উপলক্ষে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে গানটি। পাশাপাশি ওইদিন চ্যানেল আই ও বিভিন্ন রেডিওতে গানটি প্রচার হবে। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর।

‘তোমার আলোয় পৃথিবীটা আরও রঙিল হলো/স্বপ্নের ফেরিওয়ালা তুমি স্বপ্ন প্রদীপ জ্বালো/ তোমার কাছে রয়ে গেলো, আমাদের অনেক ঋণ/আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন’- এমন কথার গানটি গেয়েছেন ওমর ফারুক। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।   
 
রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, নায়করাজ এই গানটি শুনে প্রশংসা করেছেন। গান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

* ‘ট্রিবিউট টু নায়করাজ রাজ্জাক’ গান :


বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।