ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে আসছেন ডিক্যাপ্রিও!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে আসছেন ডিক্যাপ্রিও!

গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েসসহ হলিউডের সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখন লিওনার্ডো ডিক্যাপ্রিওর জয়জয়কার। এবার তিনি আরাধ্য অস্কারও জিতবেন বলে আশা করা হচ্ছে।

যে ছবির জন্য তার এতো অর্জন, সেই ‘দ্য রেভেন্যান্ট’-এর মাধ্যমে ঢাকায় আসছেন হলিউডের এই হার্টথ্রব।

অস্কারে সেরা চলচ্চিত্র, অভিনেতা, পরিচালনাসহ একডজন মনোনয়ন পাওয়া বিখ্যাত ছবি ‘দ্য রেভেন্যান্ট’ নিয়ে বাংলাদেশেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কী এমন আছে যে, এভাবে বাজিমা করে চলেছে আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ছবিটি? এ প্রশ্ন ঘুরছে ছবিভিত্তিক চায়ের আড্ডায়। এসবের অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই!

ছবিটি ঢাকায় নিয়ে আসছে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। তাদের ফেসবুক পেজে এর পোস্টারের সঙ্গে শুক্রবার (২২ জানুয়ারি) এক স্ট্যাটাসে বলা হয়, ‘প্রত্যেকের জীবনই অমূল্য। কারও জীবন নেওয়া পাপ। আর জীবন বাঁচানো আশীর্বাদস্বরূপ। ’

স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে আশাবাদ ব্যক্ত করে গত ১৯ জানুয়ারি আরও বলা হয়- এ ছবি বড় পর্দায় দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবে না কেউ! আসলেই তা-ই!

হিংস্র এক ভাল্লুকের আঘাতে জর্জরিত সীমান্তবাসী হিউ গ্লাস কোনোরকম বেঁচে আছে। তাকে ওই অবস্থায় মরার জন্য ফেলে রেখে চলে যায় তার সতীর্থরা। এরপর সে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠে। এটাই ‘দ্য রেভেন্যান্ট’-এর গল্প। ছবিটিতে আরও অভিনয় করেছেন টম হার্ডি, ডমন্যাল গ্লিসন, উইল পুলটার। এর বেশিরভাগ অংশ কানাডার উত্তরাঞ্চলে চিত্রায়িত।

বাংলাদেশ সময় : ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেএইচ

**  অস্কার মনোনীত সেরা ৮ ছবি কেমন?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।