ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিচ্ছেদের কিনারায় জোলি-পিট?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিচ্ছেদের কিনারায় জোলি-পিট? অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

নতুন বছরে তারকাদের প্রেম-প্রীতি আর সংসারে হচ্ছেটা কী? বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের পাট চুকে যাওয়ার খবরের রেশ কাটতে না কাটতে সংসার ভাঙলো অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও অধুনা ভবানির। এবার পশ্চিমেও বাজছে ভাঙনের সুর।

বিচ্ছেদের কিনারায় গিয়ে পৌঁছেছেন হলিউডের হেভিওয়েট দুই তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। খবরটা হতবাক করার মতোই।

হলিউড লাইফ জানিয়েছে, ব্যক্তিগত নানান সমস্যা ব্র্যাঞ্জেলিনার সুন্দর সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও সন্তানদের সামলে দিনে কেটে যায় জোলির। পিটকে দেওয়ার মতো কোনো সময়ই থাকে না তার।

এমন বেশকিছু কারণে এক বছর ধরেই পিট-জোলি আলাদা বাড়িতে থাকছেন বলে শোনা যাচ্ছে। গত ১০ জানুয়ারি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পিট একাই গিয়েছিলেন। আবার গত ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘কুংফু পান্ডা থ্রি’র প্রিমিয়ারেও দেখা যায়নি পিটকে। এ ছবিতে বাঘিনী চরিত্রে কণ্ঠ দিয়েছেন জোলি। তিনি একাই ছিলেন সন্তানদের নিয়ে।

গত বছরের শেষ ভাগ থেকেই দু’জনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা গেছে। কিন্তু সেসব খবর বানোয়াট বলে উড়িয়ে দিয়েছিলেন এই জুটি। তবে ডিভোর্স নিয়ে বেশ কয়েক মাস ধরে নাকি সমঝোতা চলছে ব্র্যাঞ্জেলিনার মধ্যে। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এ কাজ করতে গিয়ে প্রেম হয় তাদের। এক দশক প্রেমের পর ২০১৪ সালে বিয়ের বন্ধনে জড়ান দু’জনে।   তারা এখন ছয় সন্তানের মা-বাবা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।