ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়করাজের ৭৫তম জন্মদিন

ভার্চুয়াল শুভেচ্ছায় ভাসছেন রাজ্জাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ভার্চুয়াল শুভেচ্ছায় ভাসছেন রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শনিবার(২৩ জানুয়ারি) ৭৫ বছরে পা রেখেছেন নায়করাজ রাজ্জাক। তাকে বলা হয় চিরসবুজ নায়ক।

জীবনের শেষদিন পর্যন্ত চলচ্চিত্রে কাজ করবেন- এই তার ইচ্ছা। কাজের সুবাদে রাজ্জাক পেয়েছেন অগণিত ভক্ত ও অনুরাগী। তিন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রাজ্জাকের ৭৫তম জন্মদিনটি তাই স্মরণীয়। এ দিনে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারকা শিল্পী ও নির্মাতা থেকে শুরু করে সাধারণ মানুষেরা। কিছু নির্বাচিত শুভেচ্ছা তুলে ধরা হলো-  

জন্মদিন উপলক্ষে চিত্রনায়ক শাকিব খান তার ফ্যানপেজে লিখেছেন, ‘শুভ জন্মদিন নায়করাজ। ’

চিত্রনায়ক ওমর সানী রাজ্জাককে বাবা সম্বোধন করে লিখেছেন, ‘শুভ জন্মদিন নায়করাজ। ’

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে রাজ্জাক স্যার। লং লাইভ দ্য রিয়েল কিং। ’

নির্মাতা সাফিউদ্দিন সাফি লিখেছেন, ‘৭৫ তম জন্মদিনে আমাদের সকলের প্রিয় নায়ক রাজ রাজ্জাক স্যারকে শুভেচ্ছা। ’


চিত্রনায়িকা অমৃতা খান রাজ্জাকের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন স্যার। ’

গীতিকার ও গায়ক শফিক তুহিন লিখেছেন, ‘উপমহাদেশের চলচ্চিত্রে উত্তমের চেয়ে উত্তম সব সময় একজনই। শুভ জন্মদিন নায়করাজ। ’

* ‘টাকার পেছনে ঘুরিনি, টাকা আমার পেছনে দৌঁড়েছে’
* রাজ্জাকের স্মরণীয় ১০ ছবি
* সাত নায়িকার সঙ্গে নায়করাজের কালজয়ী ৭ গান (ভিডিও)
* শুনুন নায়করাজকে নিবেদিত গান (অডিও)

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।