ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়করাজকে ঘিরে ভুল তথ্য নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
নায়করাজকে ঘিরে ভুল তথ্য নয় রাজ্জাক / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৩ জানুয়ারি বিশিষ্ট অভিনেতা রাজ্জাকের জন্মদিন। বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য প্রকাশেও বিভ্রাট লক্ষ্য করা যাচ্ছে।

এসব ব্যাপারে মনক্ষুণ্ন নায়করাজ। তিনি, তার পরিবার ও ভক্ত-অনুরাগীদের কাছে এটা কখনোই প্রত্যাশিত নয়। এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটবেনা এমনটাই প্রত্যাশা তাদের। তাই বুঝি ৭৫তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উপহার পেয়েছেন রাজ্জাক! নিজের নামে অফিসিয়াল ওয়েবসাইট পেয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।

নায়করাজকে ঘিরে তথ্য বিভ্রাট ঘটবেনা এমন ইচ্ছেতেই ওয়েবসাইট উপহার দেওয়া হয়েছে বলে জানান রাজ্জাকের ছেলে অভিনেতা সম্রাট। জন্মদিন উপলক্ষ্যে ‘ANUN ICTM’ নামে একটি প্রতিষ্ঠান নায়করাজ রাজ্জাককে উপহার দিয়েছেন অফিসিয়াল এই ওয়েবসাইটটি। এখন থেকে ভক্তরা রাজ্জাকের সব আপডেট পাবেন এই সাইটে (http://nayakrajrazzak.com/)। এর তদারকিতে সহায়তা করবেন রাজ্জাকের পরিবার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৩ম ২০১৬
এসও

* ভার্চুয়াল শুভেচ্ছায় ভাসছেন রাজ্জাক
* ‘টাকার পেছনে ঘুরিনি, টাকা আমার পেছনে দৌঁড়েছে’
* রাজ্জাকের স্মরণীয় ১০ ছবি
* সাত নায়িকার সঙ্গে নায়করাজের কালজয়ী ৭ গান (ভিডিও)
* শুনুন নায়করাজকে নিবেদিত গান (অডিও)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।