ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গেম রিটার্নস’, মারামারি ছাড়া কিছু নেই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
‘গেম রিটার্নস’, মারামারি ছাড়া কিছু নেই! ‘গেম রিটার্নস’ ছবির মহরত অনুষ্ঠান

কিছুদিন পর মুক্তি পাবে চিত্রনায়ক নিরবের প্রেম-বিরহের ছবি ‘ভোলাতো যায় না তারে’। গল্পের প্রয়োজনে ছবিটিতে নিরব কোনো মারামারির দৃশ্যে নেই।

কিন্তু নতুন বছরের শুরুতেই তিনি যে ছবিটি হাতে নিয়েছেন, সেখানে মারামারি ছাড়া কিছু নেই! এমনটাই জানালেন নিরব। ব্যতিক্রমী চরিত্রে থাকছেন তিনি ‘গেম রিটার্নস’ ছবিতে। শুক্রবার সন্ধ্যায় এফডিসির ঝর্ণাস্পটে ছবিটির জমকালো মহরত হলো।    

ছবিটি পরিচালনা করছেন রয়েল খান। তিনি যৌথভাবে তৈরি করেছিলেন ‘গেম’ ছবিটি। তারই সিক্যুয়েল ‘গেম রিটার্নস’। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক নিরব, নবাগতা নায়িকা লাবণ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, মিশা সওদাগর, সংগীতশিল্পী আরফিন রুমি, বেলাল খান, লেমিস, ধ্রব গুহসহ আরো অনেকে। ছবির আরেক নায়িকা পিজে হেলেন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

মুশফিকুর রহমান গুলজার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “গেম রিটার্নস’ ছবির পোস্টার দেখে আমি প্রথমেই চমকে উঠি। এমন পোস্টার বাংলাদেশের ছবিতে খুব একটা দেখা যায় না। তাছাড়া আমার কাছে ছবির গল্পটি দারুণ লেগেছে। ”

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনী ও সংলাপে ‘গেম রিটার্নস’ ছবির দৃশ্যধারণ শুরু হবে এ মাসেই। এখন তৈরি হচ্ছে গান। ছবির সংশ্লিষ্টরা জানান, শুধু মারামারি নয়, ‘গেম রিটার্নস’ একইসঙ্গে গানেরও ছবি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।