ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘জিন্দেগি না মিলেগি দোবারা’

এক ছবির ৫ শিল্পীরই বাস্তবে বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এক ছবির ৫ শিল্পীরই বাস্তবে বিচ্ছেদ! (বাঁ থেকে) হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার, কালকি কোচলিন ও অভয় দেওল

২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র কথা মনে আছে নিশ্চয়ই! তিন বন্ধু  কবির, ইমরান ও অর্জুনের ছেলেবেলা, দুষ্টুমি,  প্রেম- আরও কতো কী! কিন্তু একসময় যে যার কাজে ব্যস্ত হয়ে দূরে সরে যাওয়া। বেশ কয়েক বছর পর আবার তিন বন্ধুর একত্র হওয়া।

এক বন্ধুর ব্যাচেলর ট্রিপে সেবার বদলে যায় তাদের জীবন ও দর্শন।

এই প্রতিবেদনে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটির প্রসঙ্গ টানা হয়েছে অন্য কারণে। কারণটা হলো ‘বিচ্ছেদ’। তিন বন্ধুর পুণর্মিলনের অসাধারণ গল্পটিকে হঠাৎ ‘বিচ্ছেদ’-এর জন্য প্রাসঙ্গিক হয়ে উঠলো কেন? কারণ এ ছবিতে মুখ্য চরিত্রে থাকা ৫ অভিনয়শিল্পী হৃতিক রোশন, অভয় দেওল, কালকি কোচলিন, ক্যাটরিনা কাইফ ও ফারহান আখতার ব্যক্তিজীবনেও সম্পর্ক-ছেদের শিকার হয়েছেন। অন্যভাবে বললে, পুরনো সম্পর্কের ইতি টেনেছেন তারা।

বেশ কয়েক বছরের টানাপড়েনের পর শেষ পর্যন্ত ২০১৪ সালে সুজানের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন হৃতিক রোশন।

নিজের দীর্ঘ দিনের প্রেমের ইতি টেনেছেন অভয় দেওলও। বহু দিনের বান্ধবী প্রীতি দেশাইয়ের সঙ্গে বিচ্ছেদের খবর গত বছর প্রকাশ্যে আসে।

২০১৫-এ পরিচালক অনুরাগ কাশ্যাপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সেরে ফেলেন কালকি কোচলিন। বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকদের নিজেই জানিয়েছিলেন কলকি।

সম্প্রতি ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক বিচ্ছেদের খবরও সামনে এসেছে। যদিও এখনও তা জল্পনার পর্যায়েই রয়েছে। তবে দু’জনের নানা কার্যকলাপে বিচ্ছেদ-জল্পনাকেই বিশ্বাসযোগ্য হয়ে উঠছে।

অতি সম্প্রতি নিজেদের পনেরও বছরের দাম্পত্যে ইতি টেনেছেন ফারহান আখতার। সাংবাদিকদের তিনি বলেন, ‘স্ত্রী অধুনার সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্তে এসেছেন। খুব তাড়াতাড়ি বিষয়টা তারা আদালতে মিটিয়ে নেবেন। ’

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটিতে এই ৫ বলিউড তারকা ছবির গল্পে নতুন করে বাঁচার গল্প বলেছেন। যন্ত্রণার অতীতকে পেছনে ফেলে জীবনকে নতুন করে উপভোগ করতে উদ্বুদ্ধ করেছেন। তারাই কি-না নিজেদের পুরনো সম্পর্কে ইতি টেনেছেন! এটা হয়তো কাকতালীয়, তবে ভাববার ব্যাপার।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।