ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে চৈতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
মিউজিক ভিডিওতে চৈতি ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' বিজয়ী চৈতি। রাজধানীর নিকেতনে ‘প্রাণের চেয়ে প্রিয়’ শিরোনামের ভিডিওর দৃশ্যায়ন শুরু হয়েছে রোববার (১২ জুন)।

গানটি গেয়েছেন ইলিয়াস হোসেন ও লোপা হোসেন। সুর করেছেন রেজওয়ান শেখ। এটি লিখেছেন ও ভিডিও নির্মাণ করছেন জিয়াউদ্দিন আলম। ভিডিওতে চৈতির সহশিল্পী হিসেবে আছেন সাইদ খান। এটি প্রকাশ করবে লেজার ভিশন।

ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে চৈতি বলেন, ‘এখন অনেকেই মিউজিক ভিডিওতে কাজ করছেন। গান নিয়ে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ইচ্ছে ছিলো ভালো কাজ হলে মিউজিক ভিডিওতে কাজ করব। এই কাজটা ভালো লেগেছে, তাই মডেল হলাম। ’

মিউজিক ভিডিও ছাড়াও এবারের ঈদে চৈতি একক নাটক ও কয়েক পর্বের নাটকে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।